শেরপুরে নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামের দুই ফসলি আবাদি জমিতে অবৈধভাবে খনন করা গভীর পুকুর ভরাট করার দাবিতে কৃষক কৃষাণীরা মানববন্ধন করেছেন। বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার গোজাকুড়া গ্রামের কৃষক ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।
জানা গেছে, বৈবাহিক সুত্রে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে এই গ্রামে এসে প্রায় ২০ একর কৃষি জমি ক্রয় করেন। গত বছর ও তার আগের বছর কৃষি জমিতে তিনি বেশ কয়েকটি গভীর পুকুর খনন করেন। আবাদি জমিতে গভীর পুকুর খনন করার কারণে বোরো মৌসুমে কৃষকের জমিতে সেচের পানি থাকে না। আবার আমন মৌসুমে পুকুরে উঁচু পাড়ের কারণে ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ধান গাছ মারা যায়।