শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রণোদনা হিসেবে নগদ ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকা ও সাধারণ জনগনের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩ হাজার ৯৫৫টি কম্বল বিতরণ করছেন।
তিনি চার দিনব্যাপী সফরের অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার গোজাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে মরিচপুরান ইউনিয়নে প্রথম দিনের বিতরণ কার্যক্রম শুরু করেন। এদিন নালিতাবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে তিনি এই বিতরণ কার্যক্রম করেন।
জানা গেছে, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প থেকে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নবাসী, ইমাম মুয়াজ্জিন, নৈশ প্রহরী, পাল পুরোহিতদের মাঝে কম্বল বিতরণ, মসজিদ সমুহে টিন, নগদ অর্থ বিতরণ, সকল প্রাথমিক, এবতেদায়ী মাদরাসায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত টপ টুয়েন্টি এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কওমী মাদরাসা সমুহে অনুদান সহযোগিতার লক্ষ্যে এসব প্রণোদনা বিতরণ করেন।
এ সময় মতিয়া চৌধুরীর সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের নেতা গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র আবুবক্কর সিদ্দীক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, শিল্পপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাবসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাছাড়া অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। চার দিনের সফরে মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকার নালিতাবাড়ীতে ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকা বিতরণ করবেন।