শেরপুরের নালিতাবাড়ীতে কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক প্রথম আলোর (সাবেক) প্রতিনিধি সাংবাদিক গৌতম পালের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাতে পৌরশহরের সেজুতি বিদ্যানিকেতনে দৈনিক সমকাল প্রতিনিধি মিজানুর রহমানের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, সিনিয়র সহ-সভাপতি বৈশাখী টেলিশিনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, দেশেরকন্ঠ প্রতিনিধি জাফর আহমেদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুন অর রশীদ, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, সাংবাদিক মুনীরুজ্জামান, নুর, মঞ্জু, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ বাদশা ও আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় সিনিয়র সাংবাদিক গৌতম পালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেকে কেটে সকলের মাঝে পরিবেশন করা হয়।