শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় র্দূগোৎসব উপলক্ষে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে কেক বিতরন করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই কেক বিতরন করা হয়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সনাতন হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলার ৩৬টি মন্ডপে পূজার আয়োজন করা হয়। এসব মন্ডপগুলোতে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সনাতন হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা জানাাতে প্রতিটি মন্ডপের জন্য একটি করে কেক পাঠান। তিনি আরো জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার সবগুলো মন্ডপে এসব কেক পাঠানো হয়েছে।