শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী কন্যাশিশু রাইসা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাইসা ওই গ্রামের আব্দুর রহিমের কন্যা।
জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাইসা বাড়ির আঙিনায় খেলা করছিল। এসময় তার বাবা আব্দুর রহিম জুম্মার নামাজে যাওয়ায় বাড়ির লোকেদের রাইসার দিকে খেয়াল রাখার কথা বলে মসজিদে চলে যান। কিছু সময় পর রাইসাকে না দেখে খোঁজাখুঁজি করলে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।