দেশ ও জাতির মঙ্গল কামনায় শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্ম পল্লীতে নানা কর্মসুচী পালিত হয়। এর আগে রবিবার রাতে যিশুর জন্ম তিথিতে সাধু লিওর গীর্জায় বিশেষ প্রার্থনা করেন খ্রিষ্টভক্তরা।
বড় দিনের কর্মসুচীর মধ্যে সোমবার সকালে গীর্জায় মহাখ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। ওই খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী ও রেভারেন্ড ফাদার প্রদীপ ম্রং। সকাল ১১ টায় বড় দিনের কেক কাটেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। এসময় বিভিন্ন গ্রামের খ্রিষ্টভক্তদের অংশ গ্রহনে সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরে বাড়ি বাড়ি চলে প্রীতি ও সামাজিকভোজ।
সংকীর্তন অনুষ্ঠানে পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারীর সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সংসদ উপনেতা ও স্থানীয় এমপি বেগম মতিয়া চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নালিতাবাড়ী সার্কেল এসপি দিদারুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নালিতাবাড়ী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, ট্রাইবাল চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক, বারমারী প্যারিস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুচিত্রা চিছাম প্রমুুখ। এদিকে, বড় দিন উদযাপন উপলক্ষে বারমারী মিশন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। এসময় পুলিশ, র্যাব, বিজিবি ও গ্রাম পুলিশরা টহল দেন।