শেরপুরের নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে নানা সাজে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের নবান্ন উৎসব। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নবান্নকে স্বাগত জানিয়ে শহরের সেঁজুতি অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে নবান্ন উৎসবের অনুষ্ঠানের শুরু করেন সরকার গোলাম ফারুক।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়জিৎ দত্ত শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, কৃষক ইসমাইল সিরাজী ও সাংবাদিক শাহাদত তালুকদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির ও শিক্ষক মাহমুদুল আহসান লিটন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের প্রাচীনতম উৎসব নবান্ন। নবান্ন উৎসব হলো অসাম্প্রদায়িক উৎসব। অগ্রহায়ণ মাসে কৃষকের নতুন বার্তা নিয়ে আমন ধানের আগমন ঘটে। এ উৎসব বাঙালি জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। সেঁজুতি বিদ্যালয়ের আয়োজনের মধ্য দিয়ে এর আলো ছড়িয়ে পড়ুক সবখানে।