শেরপুরের নালিতাবাড়ীতে পুর্ব শত্রুতার জেড় ধরে প্রতিবেশীকে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে আবুবক্কর সিদ্দিক ওরফে সোহাগ নামের এক ব্যাক্তিকে হয়রানী করার অভিযোগ ওঠেছে। সোহাগ উপজেলার যোগানীয়া ইউনিয়নের পশ্চিম কাপাশিয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা সামেদুল হক ও তার সহযোগীরা সোহাগের পরিবারের লোকজনের সাথে দীর্ঘদিন যাবত নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। গত ১৫ ডিসেম্বর সামেদুল তার সহযোগী সোলেমান, জাহানারা, সায়েদুল, আল আমিন, সোহান ও মামুন মিয়াকে সাথে নিয়ে সোহাগের বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে বলে। মামলা প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকীও দেয় তারা। এসব ঝগড়া বিবাদের জেড় ধরে সোহাগকে ঘায়েল করতে সম্প্রতি সোলেমানের স্ত্রী জাহানারা বেগম সোহাগের বিরুদ্ধে শেরপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে।
ওই মামলার স্বাক্ষী অটোচালক রিপন মিয়া, খাজা মিয়া ও কালু মিয়া জানান, জাহানারা বেগম তার প্রতিবেশী সোহাগের বিরুদ্ধে যে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে আমরা এর কিছুই জানি না। অথচ আমাদেরকে সাক্ষী দাবি করে আদালতে মামলা দায়ের করেছে জাহানারা।
ঘটনার বিষয়ে জানতে জাহানারা বেগমের মুঠোফোনে বার বার কল দিলেও ওই ফোনটি বন্ধ পাওয়া যায়।