শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে পৌর শহরের আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ে এসব অনুষ্ঠিত হয়।
এতে সনাক সদস্য অধ্যাপক এনায়েত আলীয় সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সদস্য আল্পনা সাহা, আমিনুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহসীন আহম্মেদ, সহকারী শিক্ষক মাসুদ রানা, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, ইয়েসের সাবেক দলনেতা অভিজিৎ সাহা ও দলনেতা ইবাদ মোল্লা প্রমুখ।
পরে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহসীন আহম্মেদ।