শেরপুরের নালিতাবাড়ীতে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে গরু খামারিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গরু মোটাতাজাকরনও হৃষ্টপুষ্টকরন দলের সদস্যদের নিয়ে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।
এতে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকরন বিষয়ে প্রশিক্ষণ দেন ময়মনসিংহের বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মনোরঞ্জন ধর, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান ও উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা উম্মুল ওয়ারা মুন্নী। এ সময় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গরু মোটাতাজাকরন ও হৃষ্পষ্টকরন দলের ৪০ জন খামারি অংশ গ্রহন করেন।