শেরপুরের নালিতাবাড়ীতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করলেন নারীদের নিয়ে গঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)’।
এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’ নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারস্থ জেবা প্লাজার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারাগঞ্জ উত্তর বাজারের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)’ এর সভাপতি রাজিয়া সুলতানা, যুগ্ম-সম্পাদক চম্পা রানী, তোতা ভানু, আফসানা আক্তার পলি, মেহেরুন নেছা, উম্মে কুলসুম ও খালেদা বেগমসহ অন্যান্য নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।