শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মেলার উদ্বোধন করা হয়। এরআগে একটি র্বণাঢ্য র্যালী শহররে প্রধান সড়ক প্রদক্ষণি করে।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, মওদুদ আহমেদ, বিনা ধান গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মাহবুবুর রহমান, সরকারি নাজমুল স্মৃতি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা জিন্নাহ ও সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা ওই কৃষি মেলার ২৫ টি স্টল ঘুরে দেখেন।