‘জীবনের জন্য ও পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন’ এমন স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানী বেপরোয়া শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাকক্ষে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও তামাক বিরোধী জোট, দরদি সংস্থা, জয়তুন চ্যারিটি বিডি ও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগার আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিএআরপি’র চেয়ারম্যান এম.এ রায়হান। গণমাধ্যমকর্মী হারুন অর রশীদের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম। সংবাদ সম্মেলনে তামাক ও ধুমপানের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উর্ধ্বতন পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।