শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের গোপাল জিউর মন্দির থেকে এক শোভাযাত্রা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা, যুব ঐক্য পরিষদ ও গোপাল জিউর মন্দির কমিটির যৌথ উদ্যোগে এই জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়।
অলোচনা সভায় শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি শ্রী বাদল চন্দ্র সাহার সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। এতে মোবাইল ফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ও অরুণ চন্দ্র সরকার প্রমুখ।