শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাজাসহ গোবিন্দ কালিনগর এলাকা থেকে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোররাতে গ্রেপ্তারের পর বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার গোবিন্দ কালিনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র আল আমিন (২৪) ও বাঘবের চকপাড়া গ্রামের মৃত মোজাফফর আলীর পুত্র আজিজুর রহমান ওরফে কালু মিয়া (৬৫)।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তার আল আমিন ও কালু মিয়াকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক বিরোধী পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।