শেরপুরের নালিতাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে আপন ভাতিজা জাহাঙ্গীর আলমের কাঠ বাগানের প্রায় অর্ধশত গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ তুলেছেন তার চাচা আবুল কাশেমের বিরুদ্ধে। ভুক্তভোগী যুবক জাহাঙ্গীর এমন অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বুধবার (১ মার্চ) রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, উপজেলার কালাকুমা গ্রামের নিজ বাড়িতে ভাতিজা জাহাঙ্গীর আলম কাঠ বাগান সৃজন করেন। পূর্ব থেকেই জমিজমা নিয়ে জাহাঙ্গীর ও তার চাচা রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত বুধবার (১ মার্চ) রাতে বাগানের সীমানা প্রাচীরের খুঁটি ভেঙ্গে চাচা আবুল কাশেম সুযোগ বুঝে জাহাঙ্গীরের কাঠ বাগানের প্রায় অর্ধশত গাছ কেটে ফেলেন। এর আগেও একই কায়দায় ওই বাগানের আরো গাছ কাটা হয়েছে। এছাড়া পাশর্^বর্তী জমির কলাগাছ পরিস্কার করে সমস্ত আবর্জনা ভাতিজা জাহাঙ্গীরের কাঠের বাগানে স্তুপ করে রাখেন চাচা আবুল কাশেম। বিষয়টি পারিবারিকভাবে সুরাহা না হওয়ায় জাহাঙ্গীর গত শুক্রবার (৩ মার্চ) থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্ত চাচা ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম এই অভিযোগ অস্বীকার করে বলেন, তৃতীয় পক্ষের কেউ এমন ঘটনা ঘটিয়েছে।