শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষিকর্মকর্তা মো. আলমগীর কবিরকে হুমকী ও স্ট্যান্ড রিলিজ স্থগিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নালিতাবাড়ী ইউনিট। রবিবার (৯ এপ্রিল) দুপুরে পৌরশহরের মধ্যবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান বলেন, স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ মার্চ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির অন্যান্য কর্মকর্তাসহ শহরের মধ্য বাজারে অবস্থিত বিএডিসি বীজ, সার ও কীটনাশক বিক্রেতা সাহা ট্রেডার্সের দোকান ও গোডাউন পরিদর্শন করেন। এসময় তার দোকানে সরকারী রেজিস্ট্রেশন বিহীন নিম্নমানের কীটনাশক পাওয়া যায়। পরে কৃষি কর্মকর্তা আলমগীর কবির অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে সাহা ট্রেডার্সকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাহা ট্রেডার্সের মালিক পক্ষ ও প্রভাবশালী মহল কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে হুমকী প্রদান করেন। হুমকীর ২৪ ঘন্টার মধ্যে কৃষি মন্ত্রনালয় থেকে ওই কর্মকর্তাকে অন্যত্র বদলীর আদেশ আসে। সম্মেলনে আরো জানানো হয় সাহা ট্রের্ডাসের ভেজাল কীটনাশক কিনে কৃষকরা প্রতারিত হচ্ছেন। তাদের ফসল উৎপাদন কমে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে কৃষি কর্মকর্তা আলমগীর কবিরের বদলীর আদেশ প্রত্যাহার করে তাকে নালিতাবাড়ীতে পুণরায় যোগদান করার দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফে)’ র নালিতাবাড়ী ইউনিটের পরিচালক নুর মোহাম্মদ, বিএডিসি সভাপতি আল আমীন, সাধারণ সম্পাদক আমিন আল মামুনসহ ব্যবসায়ী মহল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।