এ উপলক্ষে প্রয়াত কমরেড অমল সেনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য হুমায়ুন মুজিব, আমিনুল ইসলাম, উম্মে কুলসুম, খালেদা বেগম, মেহেরুন নেছা, রীতা রানী পাল ও আফসানা আক্তার পলি প্রমুখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।