
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। রবিবার (২১ এপিল) দুপুরে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার পর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তিনি প্রাপ্তী স্বীকারপত্র গ্রহন করেন।
জানা গেছে, আগামী ২১ মে নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনিত শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে তিনি অনলাইনে নির্বাচন কমিশন বরাবর নিজের মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি পৌরশহরের আড়াইআনী বাজারের জেবা প্লাজার পঞ্চম তলায় জেলা ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এতে ওয়ার্কার্স পার্টির নেতা আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হুমায়ুন কবির মুজিব, হামিদুল ইসলাম হারুন, খালেদা বেগম, উম্মে কুলসুম ও জহুরুল হক প্রমুখ।
এসময় নেতাকর্মীরা ওয়ার্কার্স পর্টির মনোনিত প্রার্থী রাজিয়া সুলতানাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ের লক্ষে একযোগে নির্বাচনী কর্মকান্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।