‘রুখো বিএনপি জামায়াত, রুখো আমেরিকা’ এমন স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে নালিতাবাড়ী পৌর শহরে সাধারণ জনগণের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি প্রচার পক্ষ পালনের কর্মসূচীর গ্রহন করে। এরই অংশ হিসেবে সোমবার সকালে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সাধারণ সম্পাদক কমরেড রাজিয়া সুলতানার নেতৃত্বে লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ওর্য়াকার্স পার্টির সদস্য চম্পা রানী, রিতা রানী পাল, নিভা রানী পাল, কৃষক নেত্রী উম্মে কুলসুম, বাংলাদেশ যুবমৈত্রী শেরপুর জেলা শাখার আহবায়ক রাজু আহমেদ, সদস্য জাহিদুল ইসলাম, মনজুরুল ইসলাম, জুবায়েদুল ইসলাম, সানোয়ার হোসেন, সুজন মিয়া ও মজিবর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। এই প্রচাারাভিযানে মানুষের কাছে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানানো হয়।