বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দিনব্যাপী নালিতাবাড়ী পৌরশহরের আড়াই বাজারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও সংগঠন বিভাগের ইনচার্জ কমরেড নুর আহমেদ বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য মোস্তফা আলমগীর রতন ও সাংবাদিক হুমায়ুন মুজিব। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতা মনোয়ারা খাতুন লিলি, রাজু আহমেদ, আলমাস শেখ, রীতা রাণী পাল ও মর্জিনা খাতুন প্রমুখ।
কর্মী সভায় প্রধান অতিথি কমরেড নুর আহমেদ বকুল বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গরীব দুঃখী মেহনতী মানুষের কথা বলে। বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুতসহ সকল নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে গরীব অসহায় মানুষের কষ্ট বেড়েছে। ওয়ার্কার্স পার্টি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল মানুষকে নিয়ে সুখে থাকতে চায়। তাই আগামী দিনে ওয়ার্কার্স পার্টির হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। এই কর্মী সভায় শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতীয় কৃষক সমিতি শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।