‘পায়ে পায়ে যেতে চাই স্মৃতিময় দিনগুলো’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর সাবেক তৃণমুল সংবাদকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভারত সীমান্তঘেঁষা পানিহাটা গারো পাহাড়ী এলাকার পিকনিক স্পটে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহণ করেন।
এতে ম্যাস লাইন মিডিয়া সেন্টারের আয়োজনে সভাপতিত্ব করেন এমএমসির সাবেক প্রোগ্রাম অফিসার মোবারক হোসেন। বক্তব্য রাখেন সাবেক তৃণমুল সংবাদকর্মী ও শেরপুর জেলা প্রদায়ক মুগনিউর রহমান মনি, এম. সুরুজ্জামান, মঞ্জুরুল আহসান, ফজলে এলাহী মাকাম, রেজাউল করিম বকুল, শওকত জামান, আনছারুল হক, আমিরুল ইসলাম, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম রিজভী ও প্রাঞ্জল এম. সাংমা প্রমুখ। এ মিলন মেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা ধরনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।