শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাজী মোশারফ হোসেন। মঙ্গলবার (২১ মে) রাতে সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুত্র জানায়, এবারের নির্বাচনে হাজী মোশারফ হোসেন চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হলেন মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীক। তিনি পয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট। অপর দুইপ্রার্থীর মধ্যে হাজী আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৪৫ ভোট ও আছমত আরা আছমা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮০০ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হলেন মেহেদী হাসান রাজন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২৫ ভোট। এছাড়া এই পদে বাবুল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৮৯৯ ভোট ও ইসমাইল হোসেন টিয়া প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নহেলিকা দিব্রা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট। এছাড়া এই পদে ক্লোডিয়া নকরেক কেয়া পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৬৩ ভোট ও রাজিয়া সুলতানা হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৬ ভোট।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৪ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এতে মোট ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন।