শেরপুরের নালিতাবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে উপহার হিসেবে ২৪৮ জন শ্রমিকের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জেলা ট্রাক, ট্যাংক লড়ী চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং ০২০) উদ্যোগে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বারমারী বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে শ্রমিকনেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুরুল আহসান, পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, জেলা ট্রাক, ট্যাংক লড়ী চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ০২০) এর সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, শ্রমিক নেতা, এরশাদ আলম, উমর আলী মনির, বাদশা মিয়া ও হারুন অর রশিদ প্রমুখ। পরে ২৪৮ জন শ্রমিকের মাঝে ১টি করে ট্রাউজার, গেঞ্জি, শার্ট ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।