শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল ) বিকেলে নালিতাবাড়ী থানার মিলনায়তনে শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম’র নির্দেশনায় নালিতাবাড়ীর ১১৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন ও ওসি তদন্ত আব্দুল লতিফ প্রমুখ।