আসন্ন মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নালিতাবাড়ী উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আব্দুল্লাহ আল কায়েস স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা কমিটির আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দলটির উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. আবু বকর, সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আনসারুজ্জামান ও কোষাধ্যক্ষ মাওলানা মো. ফখরুল ইসলামসহ অন্যান্য নেততৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলহাজ্ব মাওলানা মো. আব্দুল্লাহ আল কায়েস আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।