শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দন্ডপ্রাপ্তকে শেরপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এর আগে সোমবার রাতে আটকের পর ওই দন্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের বাসিন্দা শামসুদ্দিনের পুত্র।
সুত্র জানায়, মাদকাসক্ত যুবক রফিকুল ইসলাম সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর এলাকায় ইয়াবা সেবন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় রফিকুল ইসলামকে ইয়াবা সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন, মাদক নির্মুলে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।