শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ পিচ ইয়াবাসহ কাঁকরকান্দি ইউনিয়নের উত্তর সোহাগপুর গ্রাম থেকে নাজমুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (১৩ এপ্রিল) তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার নাজমুল একই এলাকার দিল মোহাম্মদের পুত্র। এর আগে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।