শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব আলী সরকার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে তিনি উপজেলার গোজাকুড়া গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত একটা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের অফিসে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। রাতে বাড়ি ফিরে এসে খাওয়া-দাওয়া শেষ করে তিনি নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ছয়টার দিকে তার সহধর্মীনি তাকে ডাকাডাকি করলে কোন প্রকার সাড়াশব্দ পাননি। এসময় পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে পরিবারের লোকজন এসে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা আরো জানান, ঘুমানোর আগে তিনি বুকে সামান্য ব্যথা অনুভব করেন। পরে এটি গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থাতেই তিনি মারা যান।
নিহত আইয়ুব আলী সরকার শহরের সরকারী নাজমুল স্মৃতি কলেজের সর্বশেষ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পদে দায়িত্বে ছিলেন। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জল ও সদালাপি ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিক, বুধবার বাদ আছর উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া নতুন কবরস্থান মাঠে তার নামাজে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। তার এই হঠাৎ মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।