শেরপুরের নালিতাবাড়ীতে আগাম জাতের বিনাধান ১৭ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের আদর্শ কৃষক সরকার গোলাম ফারুকের রোপিত প্রদর্শনী প্লটের দেড় একর জমির ওই নমুনা শস্য কর্তন করা হয়। শস্য কর্তনের পর দেখা গেছে আগাম বিনা ১৭ জাতের ধানের ফলন হয়েছে হেক্টরে (কাঁচা) ৬.৫ টন। এই বাম্পার ফলনে এলাকার কৃষকরা বেজায় খুশি হয়েছেন।
কর্মকর্তারা জানান, এ জাতের ধান কাটার পর কৃষকরা ওই জমিতে আবার সরিষা আবাদ করতে পারবেন। সরিষা উত্তোলনের পর পুনরায় ওই জমিতে বোরোধান আবাদ করতে পারবেন কৃষকরা। এতে একই জমিতে তিনবার ফসল ফলানোয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আমন ধানবীজ প্রদর্শনী প্লটের এই নমুনা শস্য র্হাভেষ্টার মেশিন দিয়ে কর্তন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, মওদুদ আহমেদ, নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম তরফদার এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন।