শেরপুরের নালিতাবাড়ীতে আগামী মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে পৃথক স্থানে দুটি উদ্বুদ্ধকরণ সভা অনুুুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার শালমারা ও গেরাপঁচা গ্রামে এ দুটি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপ-সহকারী কৃষিকর্মকর্তা রুহুল আমীন, মারিয়া স্নাল, আলেপ হোসেন, সবুজ মিয়াসহ স্থানীয় কৃষাণ কৃষাণীরা।