শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে শ্লোগানে মুখরিত হয়ে দলীয় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতকৃতিতে শ্রদ্ধাঞ্জলী দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আলোচনা অনুষ্ঠিত হয়। সভাশেষে বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওযাজ কুরুনী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার গোলাম ফারুক, সহ- সভাপতি ডাঃ দলিল উদ্দীন, গোলাম কিবরিয়া ভুলু, আসমতারা আসমা, যোগেন্দ্র চন্দ্র রায়, পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দীক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওযাহাব, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসান প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, মৎসজীবী লীগ, ও তাতী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।