বগুড়ায় নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ (১৮ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ কুঠিপাড়ায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বগুড়া নারী রক্তদান সংস্থার সভাপতি তুহিন আক্তারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অশোক আগরওয়াল।
সংস্থার জেলা ফেলো লাকী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সদস্যদের মধ্যে শাহানাজ নূপুর, নুসরাত জাহান অধরা, শিমু আক্তার, ইতি আক্তার, সুমি আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, অসুস্থ মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন মেটাতে বগুড়া নারী রক্তদান সংস্থা সদা সচেষ্ট থাকবে। পরে প্রধান অতিথিকে সাথে নিয়ে ৪ পাউন্ড এর একটি রঙিন কেক কেটে বগুড়া নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করেন।