নারীর প্রতি সহিংসতা রোধে বাল্যবিয়ে বন্ধসহ কার্যকরী উদ্যোগ গ্রহণে সমাজের সকল শ্রেণীর নাগরিককে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান।
গতকাল সকালে জামালপুর পুলিশ ড্রাইভিং ট্রেনিং স্কুলে জেলা পুলিশ আয়োজিত ‘নারী ও মেয়ে শিশুদের রক্ষায় টেকসই’ উদ্যোগ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,ইউএনএফপিএর প্রতিনিধি আইওরি কাটো, জেলা প্রশাসক আহমেদ কবীর,জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী ,জেলা আ.লীগ সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।