নেত্রকোনার মদনে ইজিবাইকচালককে পিটিয়ে করে এক নারী যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় বিকাশ চন্দ্র (৩৮) নামে এ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে বাড়রি বাজারে আসার পথে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই নারী যাত্রী ইজিবাইকযোগে মদন থেকে কেন্দুয়া নানাবাড়ির উদ্যোগে রওনা দেন। উপজেলার বাড়রি নামক স্থানে তিন বখাটে ওই ইজিবাইকে যাত্রীবেশে ওঠে। পরে সুযোগ বুঝে চালককে মারপিট করে ওই নারীকে তিন বখাটে নির্জন স্থানে নিয়ে যায়। ওই দিন রাতেই ভিকটিমের ভাই অজ্ঞাত তিনজনের নামে একটি ধর্ষণ মামলা করলে পুলিশ মিয়াকে গ্রেফতার করে।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণ মামলায় অভিযুক্ত বিকাশ নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার তাকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।