সংবাদ প্রকাশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে সোহেল কিরণ (৩৩) নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কলি বাহিনীর লোকজন।
জানা যায়, সোহেল বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি। তিনি উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা।
সোহেলের ভাই সাহেল মাহমুদ জানান, তারাবির নামাজ শেষে কাঞ্চন বাজারে চা পান করছিলেন সোহেল ও তাঁর বন্ধু। এ সময় কলি বাহিনীর আফজালের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সোহেলকে কুপিয়ে পালিয়ে যায় তারা। মুমূর্ষু অবস্থায় সোহেলকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
সাহেলের অভিযোগ, এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, জমি দখল ও মাদক কারবারে জড়িত কলি বাহিনী। তাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় সোহলকে হত্যার চেষ্টা করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, কলি বাহিনীর আফজালসহ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।