ময়মনসিংহের নান্দাইলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির মা নান্দাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান।
শিশুটির মায়ের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ওবায়দুর জানান, অভিযোগ ওঠা ব্যক্তি ১১ বছরের শিশুটির স্বজন। মঙ্গলবার সকালে তিনি শিশুটির বাড়িতে যান। তখন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
একপর্যায়ে ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। তখন তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান তিনি। কিছুক্ষণ পর মা ফিরলে শিশুটি তাকে বিষয়টি জানায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, রাত ৮টার দিকে শিশুটির মা লিখিত অভিযোগ দিতে থানায় আসেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।