ময়মনসিংহের নান্দাইলে সড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের চালক আবদুল কাইয়ুম (২৫) নিহত হন।
তিনি নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের মৃত আ. রহিমের ছেলে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কাওয়ারগাতী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবদুল কাইয়ুম কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। পথে কাওয়ারগাতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী বিকল ট্রাকে ধাক্কা দেয় তার মোটরসাইকেল। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।