ময়মনসিংহের নান্দাইলে মিষ্টি খাওয়ার সময় গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার রাজগাতি ইউনিয়নের বড়াই গ্রামে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরিফ মিয়া। তার বয়স ৫ বছর। সে শামীম মিয়ার ছেলে। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘বিকেলে শামীম মিয়ার বাড়িতে কয়েকজন স্বজন মিষ্টি নিয়ে বেড়াতে আসে। এ সময় শিশু আরিফ কয়েকটি মিষ্টি খাওয়ার একপর্যায়ে একটি মিষ্টি গলায় আটকে যায়। কিছুক্ষণ গলায় আটকে থেকে একপর্যায়ে নিঃশ্বাস বন্ধ হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।