‘উৎপাদনমুখী সমবায় গড়ি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হিমালয় সঞ্চয় ও ঋনদান সমিতির সভাপতি আনিসুর রহমান রানার সঞ্চলনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান সরকার, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।