শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি’র সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সভাপতি শোয়েব হাসান শাকিল।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফারুক আল মাসুদ, শেরপুর জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, উপ-প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরা, জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।