র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণের মধ্যদিয়ে নানা আয়োজনে শেরপুরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সাক্ষরতা আর্জন করি,ডিজিটাল বিশ্ব গড়ি এ শ্লোগানকে সামনে রেখে এ দিবস উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় আনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ ।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো শেরপুরের আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান,জেলা শিক্ষা অফিসার মো: সৈয়দ উদ্দিন ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক উপস্থিত ছিলেন।
এছাাড়াও এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।