নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস পালিত হয়েছে। সর্বস্থরের জনগণের অংশগ্রহণে নানা আয়োজনে সোমবার দিনব্যাপী এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজনদের উপস্থিতিতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এক বর্নাঢ্য র্যালি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ওসি শাহনুর এ আলম, উপজেলা আওয়ামী লীগ সদস্য বিপ্লব মজুমদার প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরকে মুক্ত করেন।
আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
#যুগান্তর