বাইশ দিন কারাভোগের পর রাফিক মুন্সি (১৬) নামে এক বাংলাদেশী কিশোরকে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি (বিএসএফ)। সে জয়পুরহাট জেলার পাচঁ বিবি থানার বাসকুর গ্রামের মোয়াজ্জেম মুন্সির ছেলে। বৃৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই কিশোরকে বডারগার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর কছে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাফিক মুন্সি গত ১৫ মে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের শান্তিপুর সীমান্তবর্তী এলাকায় বেড়াতে এসে। এ সময় সে ভুলক্রমে ভারতে অনুপ্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাফিককে আাদালতের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেখানে সে ২২ দিন কারাভোগের পর গত বুধবার সে মুক্তি পায়।
পরে বৃহস্পতিবার উপজেলার নাকুগাঁও চেকপোস্ট দিয়ে রাফিক মুন্সিকে বিজিবির কছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় ভারতের তুরা জেলার ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলমসহ বিএসএফ ও বিজিবির কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম, বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।