১১,০৯,২০১৭
প্রতি,
নবেল কমিটি ।
প্রিয়,
এবারের শান্তিপদকটি উত্তর কোরিয়ার উনাকে দিন । সামান্য ক্ষমতার লোভে যখন জ্বলন্ত জেনোসাইড সুচি প্রকাশ্যে অস্বীকার করতে পারে তখন উনিও যোগ্য । তাই উনকেও তা দেওয়া হোক । বাস্তবতায় উনই এখন এর যোগ্য দাবীদার ।
নইলে মহান ভারতের মোদিকে দিন কারণ ডোকলাম নিয়ে যুদ্ধরত অবস্থায় তিনি চিনে গিয়ে যেনো চেনায়ে দিলেন । মোদি কমজোড় তাই মানুষের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে মিয়ানমারে চাটার দলে যোগ দিলেন ।
নবেল প্রাইজ ফেরত অযোগ্য, সত্যি উলু বনে মুক্তা দিলে ফেরত মিলে না কিন্তু কেউ স্বেচ্ছায় ফেরত দিলে কিন্তু কথা থাকে না । এইতো, দিন এলো বলে …হাত পেতে রাখুন অনেক পদক ফেরত পাবেন ।
@
বাংলাদেশের হৃদয় থেকে,
আবুল কালাম আজাদ ।