মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে বুধবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হচ্ছে না। আজ সোমবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেয়া হবে।
বাংলা নববর্ষ উপলক্ষে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েত করা যাবে না। মহামারি উদ্ভূত পরিস্থিতি উত্তরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সদয় সহযোগিতা কামনা করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরও নববর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করা হয়নি।