নেত্রকোনার মদন উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র রবিনের (১৪) সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এর আগে সোমবার দুপুরে সদর ইউনিয়নের পরশখিলা গ্রামের নিজ বাড়ির পেছনে মগড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
রবিন একই গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে ও মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, রবিন সোমবার দুপুরে বন্ধুদের নিয়ে নিজ বাড়ির পেছনে গোসল করতে মগড়া নদীতে নামে। নদীতে স্রোতের প্রবণতা বেশি থাকায় অল্প সময়ে পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মদন ফায়ার সার্ভিসকে খবর দেয়।
মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, সোমবার দুপুরে রবিন নামের স্কুলছাত্র নদীতে নিখোঁজ হয়। আমাদের কোনো ডুবুরি দল না থাকায় কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসে। নদীতে স্রোত খুব বেশি। ৩ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৮টার দিকে রবিনের খোঁজে ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান চালাবে।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, ডুবুরি দল অনেক চেষ্টার পরেও কোনো সন্ধান না পেয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে। মঙ্গলবার সকাল থেকে আবারো উদ্ধার কার্যকম পরিচালনা করবে।