‘সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এই প্রচার প্রচারণা আগামী সাতদিন পর্যন্ত চলবে এবং এই সময়ের মধ্যে কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে’, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গিযে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮। আগের আইনটির চেয়ে এই আইনে আরো কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি অপরাধের ক্ষেত্রে জমিমানা আগের চেয়ে ১২ থেকে ১৩ গুণ বাড়ানো হয়েছে।