ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেজ। দক্ষিণের সিনেমার পাশাপাশি বলিউডে তিনি সফলতার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এবার নাম লিখিয়েছেন নতুন আরেকটি সিনেমায়। শিরোনাম সানকি। এটি পরিচালনা করবেন আদনান শেখ ও ইয়াছির ঝাঁ। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো তিনি জুটি বাঁধবেন বলিউড অভিনেতা সুনীল শেঠির পুত্র আহান শেঠির সঙ্গে। খবর : বলিউড হাঙ্গামা
সিনেমার আনুষ্ঠানিক চুক্তি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এটি প্রযোজনা করবেন বলিউডের প্রভাবশালী প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এদিকে সানকি নিয়ে গুজব উঠেছে, এটি নাকি তামিল সিনেমা আডাঙ্গা মারুর রিমেক। তবে এ বিষয়ে প্রযোজক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি সম্পূর্ণ নতুন গল্পে নির্মিত হবে। তবে আডাঙ্গা মারুর রিমেক নিয়েও সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার বলেও জানান সাজিদ। তিনি বলেন, ‘সানকি’ সম্পূর্ণ নতুন গল্পে নির্মিত হবে, যা এরই মধ্যে লেখা হয়ে গেছে। তবে আডাঙ্গা মারুর রিমেক আমি করব। সেখানে বরুণ ধাওয়ানকে নেওয়া হবে।