
বিয়ের পর ইতোমধ্যে কাজে ফিরেছেন ভিকি কৌশল। সালমান খানের সঙ্গে দিল্লিতে গিয়ে কয়েকদিন ‘টাইগার থ্রি’র শুটিং সেরে এসেছেন ক্যাটরিনা কাইফও। এবার আরও এক নতুন ছবির ঘোষণা দিলেন নায়িকা। নাম ‘মেরি ক্রিসমাস’। এ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন।
‘মেরি ক্রিসমাস’-এ ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে দক্ষিণী ছবির তারকা বিজয় সেতুপতিকে। প্রথমবার জুটি বাঁধছেন তারা। গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। যা শুরু হওয়ার কথা ছিল ১৫ এপ্রিল। কিন্তু কোভিডের কারণে পিছিয়ে যায়। নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৩ ডিসেম্বর।
একমাসও হয়নি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্যাটরিনা। গত ৯ ডিসেম্বর ভিকির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এ জুটির বিয়ে নিয়ে কৌতুহলের শেষ ছিল না অনুরাগীদের। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার হাত এক হয়েছে দুই তারকার।
রাজস্থানে রাজকীয় বিয়ে সেরেই মালদ্বীপে হানিমুনে গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। সেখান থেকে ফিরে প্রথমে মুম্বাইয়ে শ্বশুরবাড়িতে ওঠেন ক্যাটরিনা। সেখানে দুইদিন কাটিয়ে জুহুর নতুন ফ্ল্যাটে পা রাখেন নবদম্পতি। সেই ফ্ল্যাটের ছবিও শেয়ার করেন অভিনেত্রী।